Poem

Bengali Poem

Bengali poem



নতুন ব্যাকুলতা

আজ  পেরেছি খুঁজে  নতুন ঠিকানা
  নতুন করে ভাবার
 ভাবনার এক নতুন দেশে
  সময় হয়েছে যাবার।

 দুঃখের কাগজ ছিড়ে ফেলে
  সুখের চিঠি লেখা
খুশির মেজাজে এক নতুন সকাল
 হোক না যতই বেলা ।

ইচ্ছে জাহাজ  ভাসবে মনে
  আনন্দে   ডালা ভরে
 স্বপ্নগুলো  গড়বে প্রাসাদ
 পুরনো স্মৃতির পাচিরে ।

 কাটবে মনের সকল বাধা
 আসবে সফলতা
খুঁজে পাওয়া ওই নতুন ঠিকানায়
 যাবার ব্যাকুলতা।

Suman