poem
Bengali Poem
ভাইরাস তুমি খুব হাসছো
আমি পৃথিবী এই মুহূর্তে আমার অবস্থা খুব একটা ভালো না.
না না ওই কালবৈশাখী নয়, নয় সুনামির ধাক্কা.
আমার অবস্থা যার জন্য খারাপ তার কারণ ছাড়াই ভাইরাস তুমি হাসছো
দিনের পর দিন যখন কালো ধোঁয়া, দম বন্ধ করে,আমার শ্বাসকষ্টের কারণ.
ঠাণ্ডা ঘরে আদর মাখানো বাতাস তোমরাই তো ছড়াচ্ছ
আর ভাইরাস কয়েক মাসে তুমি খুব হাসছো
নোংরা জলে যখন ময়লা জমে গায়ে
দূষিত প্লাবনে আমি জোড়া শক্ত
আবর্জনা তে কেমন প্যাচ পেঁচিয়ে যায় আমার পরিবেশের মুগ্ধ গন্ধ
আর তুমি ভাইরাস সবই কি তোমার জন্য ভাবছো
গাছের পর গাছ কেটে আমার ফুসফুসের হয়ে চলে ফুটো
আর ওই ছোট্ট ভাইরাস হাসছো
আমি বোবা হয়ে যখন সম্পর্কের ভাঙ্গন দেখি কষ্টের পানে তে তে উঠে হিমবাহ
ভেবে দেখো ভাইরাস তুমি কতটুকু আমায় মারছো,
আমি মরণ মুখী বহু আগে থেকে, আমার কোলের শিশুরাই আমার শেষ চাই.
চিৎকারে কখনো মেঘ হয়ে কখনো ঝড়ের গতিতে কেঁপে উঠি.
বলি ভাইরাস ওই সামান্য ক্ষতিতে তুমি মিছি মিছি হাসছো.

0 মন্তব্যসমূহ