poem

Bengali Poem


Bengali poem



5 টাকার নোট


আমি একটি নোট
দাম মাত্র 5 টাকা
সম্মানে আমার জন্ম হলেও
সর্বদা ঘুরেছে ভাগ্যের চাকা,

জীবন শুরুর প্রথম ধাপে 
যত্নের সহিত খাস  পকেট 
হাজারো নোটের আসা-যাওয়া
তবুও চায়না মালিক  আমায় হারাতে,

আস্তে আস্তে বছর গেল 
হলাম কত  অতিথি
যেন আমায় নিয়ে এই সমাজে
কতই না মাতামাতি,

বছর চারেক হবে 
এক শিশু গেল পড়ে 
আমার গায়ে প্রথম দাগ 
তারই উপকারে,

সময়টা যেন বদলে 
গেল চায়না কেউ আর
আমিতো সেই পাঁচ টাকায় 
মানুষ কি ভুল বুঝল আবার,

এতো দেখি ভারী আজব 
পড়ে পড়েই কাটছে দিন
এ চায়না ও চায়না  সবাই সবাই বলে
না না দাদা  পালটে দিন,

একটু  দাগে কি হয়েছে ভাই 
তোমরা কেন চাও না আমায়
আমার দাম তো ঠিক একই  আছে
কই আমিতো নিজেকে পাল্টাই নাই,

আজ বুঝলাম সমাজটাকে
দামের কোন দাম নেই
রঙের খেলায় মেতেছে এরা
তাই  রকমারির অভাব নাই

suman