POEM
Bengali Poem
তুমি বলো
আমার অনেক প্রশ্ন আছে মন গোপনের দ্বারে
কেন আমি আমায় খুঁজে পাই শুধু তোমারে।
আমার আকাশ তোমার জন্য কেন প্রেম সাগরে ঘন
পাখি হয়ে উড়ে তোমায় চাই তুমি একটু বল।
মনের কলম তোমার ছবিতে কেন প্রতিদিন করে আলপনা ,
ভালো লাগার সব কারণ তুমি কেন বলো না ।
আমার আমিকে আয়নায় খুঁজে কেন তোমার হাসি দেখি,
সুখের চাবি কেন তোমার হাতে, বলতো তুমি দেখি।
ভালোবাসা যদি তুমি হও তবে শক্ত করে ধর
মনের জানলা একটু খুলে, শুধু আমার সাথে চলো ।
কবিতা ছন্দ তোমায় পেতে মরিয়া কেন বলবে
ওই ঠোটে শুধু তোমার কথা, আর মন শুধু তোমায় পাবে।
জানি সব প্রশ্নের উত্তর ঠিকানা তুমি
কারনটা শুধু তোমায় পেতে সবচেয়ে খুশি আমি ।

0 মন্তব্যসমূহ