POEM


Bengali Poem


tumi bolo


তুমি বলো


 আমার অনেক প্রশ্ন আছে মন গোপনের দ্বারে 
কেন আমি আমায় খুঁজে পাই শুধু তোমারে

আমার আকাশ তোমার জন্য কেন প্রেম সাগরে ঘন
 পাখি হয়ে উড়ে তোমায় চাই তুমি একটু বল

 মনের কলম তোমার ছবিতে কেন প্রতিদিন করে আলপনা ,
ভালো লাগার সব কারণ তুমি কেন বলো না 

আমার আমিকে আয়নায় খুঁজে কেন তোমার হাসি দেখি,
 সুখের চাবি কেন তোমার হাতে, বলতো তুমি দেখি

 ভালোবাসা যদি তুমি হও তবে শক্ত করে ধর 
মনের জানলা একটু খুলে, শুধু আমার সাথে চলো 

কবিতা ছন্দ তোমায় পেতে মরিয়া কেন বলবে 
ওই ঠোটে শুধু তোমার কথা, আর মন শুধু তোমায় পাবে

 জানি সব প্রশ্নের উত্তর ঠিকানা তুমি 
কারনটা শুধু তোমায় পেতে সবচেয়ে খুশি আমি