poem

Bengali Poem

YOUNG GENERATION 


YOUNG GENERATION



ভয়ানক খেলা 


কি করি এখন,কি অসহ্য  এই নেশা

অগ্রগতি থমকে আমার,কি ভয়ানক এ খেলা


আমি যুব সমাজ, আমি পারদর্শী সর্বসম

সময়ের দাম  পাচ্ছেনা সময়, সবাই  জলছবির খেলায় মত্ত


আমি সেই দূরদর্শী চোখ, ভয় পেত যাকে বিপদের ভেলা

না জানি কোন অভিশাপে ,চশমা আবরণে  ঢেকেছে এই খেলা


নষ্ট শরীর নষ্ট শক্তি, নষ্ট হচ্ছে চিন্তাশক্তি

হায় ভগবান এই অলীক সুখের, কেন এই সমাজের এত  আসক্তি


জেগে ওঠো হে দুরন্ত সমাজ ,তোমার  স্থান নয় ঘরের কোণে

তোমার বুদ্ধি সাহসিকতায় ,গর্বে উঠুক বুক ফুলে


এ নয় কোন মজার  আলো,  শুধু প্রস্তুতি অন্ধকারের জালা

বুঝে ওঠো ,হোক  সুমতি ,জ্ঞাত  হোক  এ শুধু ভয়ানক খেলা


suman