তোর জন্য কি লেখা যায়
জানিস বন্ধু, আজ তোর নিয়ে কিছু লিখব ভাবলাম
সেই সকাল পেরিয়ে হোলো বেলা, ভর্তি দুপুর- ভাবনার নেই শেষ.
জানিস আজ খেয়ালে ডুবে ছিলাম.
তোর মনে পড়ে সেই ছেলেবেলার কথা, নদীর পাড়ে কাটানো সময় গুচ্ছ.
একসাথে দেখা হাজারো স্বপ্নের ভিড়ে,শুধু আমি জানতাম কোনটা গুরুত্বপূর্ণ.
স্কুল ছুটির পর মনে পড়ে, ছুটে বেরোনোর অবসর
একেবারে ফার্স্ট হতিস তুই,জেতার চেষ্টাতেও খালি হেরে যেতাম.
পয়সা জমিয়ে পেন কেনার ধুম ,একটাও চকলেট দিতিস না মনে আছে,
ভারী বোকার মতন, ঠিক পা দিতাম তোর ফাঁদে,
মনের ভেতর কেমন সব স্মৃতি আজ ধরে.
আমার মায়ের হাতের পায়েস চেটেপুটে খেয়ে বলতিস, আরো দাও কাকি.
মা ও বলে ছেলেটা ভালো আছে একবার তো আসতে পারিস
শৈশবটা বড্ড টানে জানিস
বড় আবার কেউ হয় নাকি. বড় হবার স্বপ্ন গুলো দেখেছিস তো, কেমন হোলি এবার একাকী
আমরা তো বেশ ছিলাম বল. পড়াশুনা আর খেলাধুলাতে মেতে.
কে বলেছিল এত পড়াশোনা করে, দেশ ছেড়ে একেবারে বিলেতে যেতে .
বন্ধু নয় ভাই ছিলি. একসাথে কত স্মৃতি খাবি খায়,
জানিস আজ সারাটা দুপুর ধরে ,শুধু ভেবেই গেলাম তোর জন্য কি লেখা যায়.
SUMAN
Listen Audio
0 মন্তব্যসমূহ