poem
Bengali Poem
2020 Disasters
|
| ||||
|
|
2020 Disasters ☹️☹️☹️
প্রাণ কষ্ট
আজ বড় ইচ্ছে হলো
রাত্রি ভ্রমণে যেতে
ভ্রমণ শুরু খাস মেজাজে
ফিরে এসে শত চিন্তা এল জেগে
পরিবেশটা আজ মারণ বায়ুতে
মরেছে কত আর মরছে
ধনীদের কাঁচ ঢাকা ঘর
তবু বস্তি গুলো কি স্বস্তি পাচ্ছে
হে মৃত্যু তুমি ডেকে নাও
কষ্ট হাজার এলো যে
এহেন ব্যথা যায়না সইতে
টাকা পয়সায় আজ বড় যে
হে মৃত্যু তোমার কৃপায়
স্তব্ধ হবে গরীব জ্বালা
সারে সারে যে রোগের সংখ্যা
তা তো শুধু দুঃখীদের মালা
এই মৃত্যু তুমি কোথায়
দুর্ভিক্ষের হয়েছে আগমন
মহামারী যে বড়ই নিষ্ঠুর
পেটের জ্বালা মেটাই কজন
মৃত্যুই একমাত্র পথ
যা দেখেছিলাম তাতে একমত
প্রভুদের কষ্ট হয় না কভু
বিচার যেন হয় সর্বমত
মারতে যদি নাই চাও
তবে প্রাণ কষ্ট করো দূর
তোমার সন্তান সে হোক না পতিত
মাতৃস্নেহে জানি আছে প্রেম সুর|
SUMAN


0 মন্তব্যসমূহ