poem
Bengali Poem
কুয়াশা
কিছুটা ভুল তোমার ছিল, কিছুটা আমার.
শুধু অভিমানটা ছিল দুজনের সম্মান এ অভিমান খেলায় আজ আমরা দুজনেই জিতে গেলাম ,
শুধু হেরে গেল আমাদের ভালোবাসাটা, কথা ছিল দুজনে একই পথে চলবো,
কিন্তু আজ দুজনে আলাদা পথের পথিক.
অভিমান তো ছিল একদিনের, ভালোবাসাটা যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত .
তবুও আজ অভিমান ভুলে আমরা কি পারতাম না সবকিছু ভুলে আবার নতুন করে ভালবাসতে.
হয়তো আজ দুজনে ভিন্ন কিছু ভাবি, তবুও মাঝে মাঝে তোমার কথা মনে হলে নিজেকে ঠিক রাখা যায় না জানো.
আচ্ছা ভালোবাসাটা কি মিথ্যে ছিল ?
মিথ্যে আমাদের দেখা স্বপ্নগুলো?
নাকি মিথ্যে ছিলাম আমরা?
হয়তো আর দেখা হবে না কোনদিনও আর কোনদিনও হয়তো সময় হবে না কথা বলার .
তবুও আমরা ভালো আছি কি?শুধু প্রশ্নবোধক চিহ্ন ঝুলে আছে জীবনের সামনে.
বেঁচে থাকুক ভালোবাসা,
বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো,
ভালো থেকো তুমি ।
Sayoni

0 মন্তব্যসমূহ