poem

Bengali Poem



bengali poem sudhu tumi

শুধু তুমি



এই মন শুধু তোমাকে

কাছে চাই দিনে রাতে

তবু না পাওয়ার বাস্তবতায়

চোখ ভিজে যায় মাঝরাতে


জানি জাগাবেনা আমাকে

তোমার আলতো ছোঁয়া হাতে

তবু কি আশায় ছুটে যায়

মন  স্মৃতিদের পাড়াতে


জানি আসবে না কোনো মতে

তুমি পূর্ণিমা বা মধু রাতে

বাসবে না তো ভালো আমায় 

কোন এক মেঘে ঢাকা প্রভাতে


তবু একঘেয়ে বিছানাতে  

বসে আছি এক বুক আশাতে

যদি হয় দেখা আবার

কোন এক বৈশাখী ঝড়ে তে


Nabhonil