poem
Bengali Poem
শুধু তুমি
এই মন শুধু তোমাকে
কাছে চাই দিনে রাতে
তবু না পাওয়ার বাস্তবতায়
চোখ ভিজে যায় মাঝরাতে।
জানি জাগাবেনা আমাকে
তোমার আলতো ছোঁয়া হাতে
তবু কি আশায় ছুটে যায়
মন স্মৃতিদের পাড়াতে।
জানি আসবে না কোনো মতে
তুমি পূর্ণিমা বা মধু রাতে
বাসবে না তো ভালো আমায়
কোন এক মেঘে ঢাকা প্রভাতে।
তবু একঘেয়ে বিছানাতে
বসে আছি এক বুক আশাতে
যদি হয় দেখা আবার
কোন এক বৈশাখী ঝড়ে তে।
Nabhonil

0 মন্তব্যসমূহ