poem

Bengali Poem

#Boycot_Products_made_in_china




স্বদেশী


কি দাদা যাচ্ছো কোথায়, শোনো তবে এক খান কথা কই

এই কদিনে মার্কেট যা জমিয়েছি ,এবার বড়লোক আমি হবোই

আরে কাজ  কাজকর্ম সব  শিখেই ওঠে , স্বদেশী দ্রব্য যা দাম 

ওই চিনি মালে কম দামে, এই দেখো খাচ্ছি দামি আম


ফোনটা  বড় বিগড়ে গেছিল জানেন, আজ সেটাও সারিয়ে আনলাম

উফ ওই চিনি অ্যাপ  কি যেন নাম, যাক গে তাতেই সময় কাটালাম

কি বলি চুপ কেন এই স্বদেশী তেই ভরসা করো না.

হ্যাঁ মানছি যত ভাইরাস এর ডিপো,তবু সহজলভ্য  তা তো অস্বীকার করব না


আচ্ছা শুনেছি যুদ্ধ বেধেছে , নাক মুখ সব ফাটিয়ে দিল নাকি,

হু যত ফালতু ঝামেলা,এইটুকু জমি 

বলি ওই তো এইটুকু  জমি  দিলে হত টা কি



আচ্ছা বেশ আপনি চীনের ভক্ত, চিনি দ্রব্যে বুঝেছি বেশ আসক্ত

কিন্তু দাদা,  বৌদির ওই নায়িকা ভিডিও ,ওই  ড্রাগন দেশ  আজ দেখতে মত্ত

হ্যাঁ এটাই ঠিক, সত্য, বাস্তব, বিদেশি  দ্রব্য  ব্যবহারে দোষ নেই

 তবে যে  বন্ধু ছুরি নিয়ে প্রস্তুত, তবে তার কি কোনো সাজা নেই


শুনেছি পাশের বাড়ির সাথে কথা নেই, ওই 2 ফুট  নাকি ঘেঁষে গেছে বাড়ি,

আচ্ছা দাদা আপনার ওই 2 ফুটে কষ্ট,

ভাবুন তো  দেশের বেলায় আমরা কি ছাড়তে পারি

স্বদেশী দ্রব্য হয়তো একটু দামি ,দেশটা যে এই কবে স্বাধীন  হল 

আপন করে দেখুন না দেশটাকে, আপনার টাকায়  করবে আপনাকে ধন্য



SUMAN