poem

Bengali Poem



ঢং

দিন পেরিয়ে রাত্রি  হলো
আবার রাতের বেলা টাও  কর্ম-রত
কাজ  না অকাজ  কি জানি বাপু
সারাদিন টা খালি ব্যস্ত.
দুনিয়ার ভার খালি তার কাঁধে
হমম  নেকামি  আর ঢং যত.

মেয়েদের কি সাজার বাহার
দিবারাত্র উড়ছে যত 
সংস্কার আর স্বাধীনতার  
দিনের পর দিন ঢং বাড়ছে কত.

গোয়াল গরু কারখানা-তে
নকল আসল মিশছে যত 
বিচিত্র এই দুনিয়ার জাদু
নতুন ঢং, আবিষ্কারক রত….

বলি বেঁচে থাকাটাই আসল মানে
মনের শান্তি  হোক নিজের মত  
প্রকৃতি যতই হোক আধুনিক 

গ্রাম্য ঢং এই বিশ্ব সুরক্ষিত.




suman