Bengali story

Audio file down below




বিচার


বিচার


পূর্ব গ্রামে এক ছোট্ট কুটিরে ওই খগেন চাষী,বাবার দেওয়া এই এক বিঘা জমি  তাতেই তিনি অনেক খুশি,
দিব্যি কাটে চাষির মেজাজে মাথার ঘাম পায়ে ফেলে, কাজের মধ্যেই থাকে সে
চাটুজ্জে মশাই  গ্রামের প্রধান, দূত পাঠিয়ে ডাক পরলো খগেনের ভয়ে ভয়ে সে উপস্থিত মহল দ্বারে পেন্নাম ঠোকে সে অপেক্ষায় রত। তিনার বাগান বাড়ির গোয়ালঘর চাই তাই প্রয়োজনে প্রয়োজন পড়েছে  খগেন এর ছোট্ট  জমির উপর, খগেন বললে হে মহাশয় আমি অতীব  গরিব, দীন দুঃখী পেটের দায়ে ওই চাষবাস টুকুই করি দয়া করে তা কেড়ে নেবেন না
ক্ষুব্ধ প্রধান রাগী চোখে কয় এক বিঘে জমি দিতে এত কষ্ট, তবে শুনে রাখ ওই জমি এবার করবো আমি নষ্ট
বাবার স্মৃতি তার এই  ভিটে আগলে ধরে তার কাটছিল দিন, কি করে সে পারবে থাকতে এই বিঘে  জমিতে তার কাটে প্রতিদিন। 
এই ঘটনার প্রায় দিন চারেক পর প্রধান পুরোহিত বিপন্ন গোসাই, বুঝেছ খগেন গণনা করে বোঝা গেছে তোমার জমি অভিশপ্ত আর ফসল হবে না, এই কথা শুনে আখি ভরা জলে লোটিয়ে পরল খগেন এত স্বপ্ন এত পরিশ্রমেও  দাম পাওয়া  কি যায় না, অশ্রু মুছে জোর গলায় বলে মাতৃস্নেহের ভরা এই জমি  শত  কষ্টেও আমি দেবো  না
ধীরে ধীরে গাঁয়ের লোকের  কানে অভিশপ্ত হয় খগেনের জমি ,ওর চলার পথে কেউ কাছে ঘেঁষতে চাইনা এতই হলো সে পরাধীন। এক সন্ধ্যা বেলা হঠাৎ শুনি অনেক লোকের চিৎকার  গ্রাম সদ্য বাচ্চা  বুড়ো ধেয়ে আসে খগেনের বাড়ির  পানে, ওহে খগেন বাইরে এসো দেখো তোমার জন্য কি হয়েছে হাল তোমার জমি চাটুজ্জে মশাই কে দাও না হলে তোমার বাড়ি পুড়িয়ে করব ছারখার
গাঁয়ের মেয়ে পদ্মাবতী  সাপের কামড়ে সে মৃত্যু, সবই নাকি ওই সাপিত জমির পরিণয় তাই তারা খগেনের ক্ষতি করতে আগত
এত অপমান এত লাঞ্ছনা তে আঁকড়ে ধরে বাঁচতে চাই শেষ জীবন পরের প্রভাতে খগেনের  জ্ঞান হয় সারারাত  সে গাছের  নিচে ছিল  মূর্ছিত,চেয়ে দেখে  তার ঘর বাড়ি গেছে  পুড়ে কান্নায় চিৎকারে তার পাশে এলোনা কেউ
গরিব বলে  তার নেই সম্মান শুধু ওই এক বিঘে জমি চাই  আর তো কোন দোষ নেই তার  তবে কি আমি পারব না বাঁচাতে বাবার দেওয়া  এই শেষ উপহার,
আমার মাওতো  কত পরিশ্রমে গড়ে তোলে এই জমির  হাল এইসব সে ভাবতে বসে গাছের নিচে 
হঠাৎ দেখে চারিদিকে চিৎকার  লোকেরা ভিড় জমিয়ে তার জমিতে, কি জানি কি হলো আবার
গাঁয়ের খুড়ো  দৌড়ে এসে বলে, আমায় ক্ষমা করে দিস খগেন  তুই পূণ্যবান তুমি মহান  আমি কেন গাঁয়ের কেউ  জানতো না যে 
কি হয়েছে বোঝার চেষ্টা তেই দৌড়ে গেল সে ভিড়ের উদ্দেশ্যে  সমস্ত গ্রাম লুটিয়ে পড়ে তার পায়ে বলে হে প্রভু ক্ষমা করো  আমারে,
খগেন  দেখে এক  মস্ত বড় শিবের মূর্তি উদিত   হয়েছে তার জমির উপর শ্রাপিত জমি তাই রাতারাতি হয়েছে পবিত্র হয়েছে আলোকিত
চাটুজ্জে মশাই এর হঠাৎ  আগমনে গাঁয়ের সবাই পেন্নাম ঠোকে তাকে, কি খগেন তুমি সত্যিই মহান তোমার   পুণ্য গাঁয়ের হবে পুণ্য এই পবিত্র মূর্তির করব আমি  প্রতিষ্ঠা মন্দির হবে হবে ভক্তের সমাগম,
 তোমার চিন্তা নেই মন্দির পাশে থাকবে  গোয়াল ঘর আজীবন তুমি থাকবে তার সেবায়
হাসিল খগেন  বলে মহাশয়  বাবা কইতেন লেখাপড়া  শিখাই আসল শিক্ষা নয়

suman