Poem
Bengali Poem
নতুন ব্যাকুলতা
আজ পেরেছি খুঁজে নতুন ঠিকানা
নতুন করে ভাবার
ভাবনার এক নতুন দেশে
সময় হয়েছে যাবার।
দুঃখের কাগজ ছিড়ে ফেলে
সুখের চিঠি লেখা
খুশির মেজাজে এক নতুন সকাল
হোক না যতই বেলা ।
ইচ্ছে জাহাজ ভাসবে মনে
আনন্দে ডালা ভরে
স্বপ্নগুলো গড়বে প্রাসাদ
পুরনো স্মৃতির পাচিরে ।
কাটবে মনের সকল বাধা
আসবে সফলতা
খুঁজে পাওয়া ওই নতুন ঠিকানায়
যাবার ব্যাকুলতা।
Suman

2 মন্তব্যসমূহ
Darun hoya6e..
উত্তরমুছুনthank you :)
মুছুন