Poem



Bengali Poem



bengali poem



 পারছিনা কিছু

 হাত ছেড়ে যেন বাঁচার নেশা
ক্লান্তি দিনের শুরু
অগ্রগতির  ধার ধারে না
শরীরী আসল গুরু

কর্ম সবই অকাজ লাগে 
দিশাহীন অপরিচিতি হাল 
অজ্ঞাতবাস যেন বড়ই আপন
কি হবে ধরে সংসারের হাল

আমি দূত, আমি আগন্তুক
আমার ঘাড়ে নাকি সব দায় 
বলি আর সব তো আছে বসে
তাদের কি কোন কাজ নাই

আমি শেষ হয়ে গেলে করবে টা কি
একটু জিরিয়ে হয়তো  পাবো দিশা
আশার আলো হয়তো আবছা
রাস্তা থাকলেও আর পারছিনা

suman