Poem

Bengali Poem


godhuli


গোধূলি

হঠাৎ কেমন ইচ্ছা করলো
 মনের  বাঁধন খুলতে
 দিনের ক্লান্তি মুছিয়ে যেন 
 স্মৃতির চিঠি বসেছি গুনতে 

 হৃদয় মাঝে এ কার প্রবেশ 
 মন যাকে নিয়ে করে খেলা
 চায়ের চুমুকে তার ভাবনায়
 আজ কাটলো গোধূলি বেলা

 কেন একদিন সেই প্রথম দেখার অনুভব
 নাছোড়বান্দা যেন আজও পিছু তাড়ায় 
 আমি স্তব্ধ আমি একলা হয়েও 
 মনের সাথীকে যেন সবসময় কাছে পাই 

আনুষ্ঠানিক  নাকি একান্ত কোনে
লিখে চলে শুধু তার অলেখা বাণী
সময়ের সাথে সময় চাপিয়ে আজ
বুঝেছি সে জড়িয়ে সবখানি

জানার চেষ্টা যেন আরও আস্কারা পায়
সাদা খাতা নতুন ছন্দে সাজায়
জীবন কাহিনীতে তার উপস্থিতি 
এই গোধূলি বেলায় আরো উঁকিঝুঁকি দেয়