poem

Bengali Poem




 আজব পৃথিবী

ওরে ঐ পাগল  ভোলা
দেখে যা আজব খেলা
এতো নয় সুস্থ জগৎ
সবারই  এমনই জ্বালা

সমুদ্রের জল বেড়েছে 
মানুষ যে বড্ড ভয়ে
জানেনা  এও তাদের
ভু গাড়ির   উপকারে

বনেতে বাঘ মরেছে
তাকে সবার কাঁচকলা
চিড়িয়াখানায় বন্দি হালুম
দেখে মজা ষোলোকলা

নারীদের একি হাল
সম্মানে বড্ড  বেহাল 
তবুও নারী মিছিল নারী মিছিল
গোপন সূত্রে সবাই  নাজেহাল

গরীবের খাবার নেই 
ধনীদের পাত্তা নেই
রকমারি ফুড(food) মেলাতে 
আর তোদের লজ্জা নেই

পাগলের পাগলামি  তে 
বড্ড সুখে দিন যে কাটে 
নইলে এই আজব দুনিয়ায় 
বড় জ্বালা কে সামলায়