poem
Bengali Poem
চাঁদ
রজনীর রানী তুমি
রূপের ডালি তুমি
আকাশের চাওয়া পাওয়া
শ্রেষ্ঠ কবিতা তুমি।
ছন্দের আধার তুমি
কবিদের কল্পনা
নিশাচরের চর তুমি
পরীদের জল্পনা।
লেখক এর কলম তুমি
সাজানো তারার ভিড়ে
রাস্তার পিদিম তুমি
দুঃখীদের নীড়ে।
শত লেখার অলেখা চিঠি তুমি
শুধু পেতে চাই
হিমের চেয়েও শীতল তুমি
বুক ভরে যায়।
সমুদ্রের চেয়েও উদার তুমি
রহস্যের ফাঁকে
তোমার কথায় অনন্য তুমি
এই বিশ্ব মাঝে।
SUMAN

0 মন্তব্যসমূহ