poem

Bengali Poem


Bengali Poem

চাঁদ



রজনীর রানী তুমি
রূপের ডালি  তুমি
আকাশের চাওয়া পাওয়া
শ্রেষ্ঠ কবিতা তুমি

ছন্দের আধার তুমি
কবিদের কল্পনা
নিশাচরের চর  তুমি
পরীদের জল্পনা

লেখক এর কলম তুমি
সাজানো তারার ভিড়ে
রাস্তার পিদিম তুমি 
দুঃখীদের  নীড়ে

শত লেখার অলেখা  চিঠি তুমি
শুধু পেতে চাই
হিমের  চেয়েও শীতল তুমি 
বুক ভরে যায়

সমুদ্রের চেয়েও  উদার তুমি
রহস্যের ফাঁকে
তোমার কথায় অনন্য তুমি

এই বিশ্ব মাঝে


SUMAN